header ads

ডিজিটাল মার্কেটিং || Digital Marketing-Bangla




                                       ডিজিটাল মার্কেটিং

বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং অনলাইন আয়ের একটি জনপ্রিয় মাধ্যম।                             
যার ব্যবহার দিন দিন রেড়েই চলছে আর ভবিষতে তার ব্যবহার আকাশচুম্বী। বাংলাদেশের কোম্পানিগুলোতে একজন ডিজিটাল মার্কেটার এর কাজের ক্ষেত্র যেরকম তৈরি হচ্ছে ঠিক সেভাবে অনলাইন মার্কেটিপ্লেসগুলোতেও ডিজিটাল মার্কেটিং এর ছোট ছোট কাজের জন্য ক্লায়েন্টরা প্রতিদন জব পোষ্ট করে যাচ্ছে




ডিজিটাল মার্কেটিং কি ?

ইন্টারনেটে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পন্য বা সেবার বিপণনকেডিজিটাল মার্কেটিবলেআরও যদি গভীরভাবে বলা যায় যে, ডিজিটাল মাধ্যম (মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার) ব্যবহার করে পন্য বা সেবার প্রচার, বিজ্ঞাপন এবং বিপণনকে ডিজিটাল মার্কেটিং বলে আমরা প্রায়ই দেখে থাকি যে, ইলেকট্রনিক ডিভাইস যেমন: মোবাইল, ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে অনেক বিপণনকারী প্রতিষ্টান তাদের পন্য বা সেবা পূর্ণাঙ্গ ভোক্তা বা ক্রেতার নিকট বিক্রয় করে, যাকে ডিজিটাল মার্কেটিং বলে


ডিজিটাল মার্কেটিং কেন ?

বর্তমানে এনড্রোয়েট ফোনের সংখ্যা অনেকগুন বেশি মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্মশ্রেণীর লোকেরা এই এনড্রোয়েট ফোন ব্যবহার করে তাই ইউটিউব, গুগল এবং ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি তাদের চাহিদা অনুয়ায়ী তারা দেখতে পান ছোট্ট ডিভাইসের মাধ্যমে, তাই কোম্পানী গুলো তাদের পন্যকে বাজারজাত করতে শুরু করেছে মাত্র সেকেন্ডে কয়েক মিলিয়ন মিলিয়ন কাস্টমারের কাছে উটেছে তাদের পন্য গুলো

সেখান থেকে যার যার চাহিদা/পছন্দ মতো পন্য ক্রয় করতে পারে যেখানে ঘরে বসে অনলাইনে পন্য মিলে, সেখানে ক্লাসিক মার্কেটিং কিভাবে থাকবে

ডিজিটাল মার্কেটিং এর ধরনঃ
  1.   ইউটিউব মার্কেটিং
  2.       সার্চ  ইঞ্জিন অপটিমাইজেশন(SEO) 
  3.      সোশিয়াল মিডিয়া মার্কেটিং(SMM)
  4.    কন্টেন্ট মার্কেটিং
  5.    সার্চ  ইনঞ্জিন মার্কেটিং  
  6.   ই-মেইল মার্কেটিং
  7.    ওয়েব মার্কেটিং
  8.    এফিলিয়েট মার্কেটিং
  9.    ই-কমার্স মার্কেটিং 
                                                   

       উপরোক্ত সবগুলো বিষয়গুলোর সমন্বয় ডিজিটাল মার্কেটিং যদি আপনাকে সফলভাবে একজন ডিজিটাল 
     মার্কেটার হতে হয়, তাহলে উপরের সবগুলো ধরন বা স্টেপস ভালোভাবে আয়ত্ত করতে হবে।      
     ধন্যবাদ।                                                    




একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ